আজ থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম, জানুন বিস্তারে

Stepwise Instructions to Fill the SIR Enumeration Form Correctly

কলকাতা: রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার বড় পদক্ষেপ। বৃহস্পতিবার থেকে অনলাইনে পাওয়া যাবে ভোটার এনুমারেশন ফর্ম (Online Enumeration Form)। এত দিন BLO–রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন, কিন্তু অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার থেকেই ভোটাররা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসিআইনেট অ্যাপের মাধ্যমে ফর্ম ডাউনলোড ও জমা করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisements

গত কয়েকদিন ধরে ফর্ম বিতরণ, BLO–দের বাড়ি বাড়ি যাওয়া, এবং তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়েছিল, কিন্তু অনলাইন ফর্ম পাওয়ার পরিষেবা চালু হচ্ছিল না। ভোটার ও রাজনৈতিক দলগুলোর তরফে প্রশ্ন উঠছিল—ঘোষণা করা সত্ত্বেও কেন অনলাইন সুবিধা চালু হচ্ছে না? অবশেষে কমিশন জানাল, প্রযুক্তিগত ত্রুটি মেটানো হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই পরিষেবা চালু।

   

কোথায় এবং কীভাবে পাওয়া যাবে এনুমারেশন ফর্ম?

পিটিআই সূত্রে কমিশন জানায়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে (CEO West Bengal website) এবং ECInet (ইসিআইনেট) অ্যাপে ফর্ম পাওয়া যাবে অনলাইন ডাউনলোডের জন্য।

ওয়েবসাইটে গিয়ে ভোটাররা ENROLL / UPDATE VOTER DETAILS অপশনে গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন। ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর তা আবার ওয়েবসাইটেই ডিজিটাল আপলোড করা যাবে। অ্যাপেও একই সুবিধা পাওয়া যাবে।

এই অনলাইন ফর্ম পূরণের সুবিধা মূলত তাদের জন্য যারা কর্মক্ষেত্র বা পড়াশোনার কারণে বাড়ির বাইরে আছেন৷ যাঁরা BLO–র সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ ৬ মাস বা তার বেশি সময়ের জন্য স্থান পরিবর্তন করেছেন৷ বিদেশে থাকা ভারতীয় নাগরিক (NRI voter)৷

অফলাইন ও অনলাইন দুই পথেই ফর্ম পাওয়া যাওয়ার ফলে এবার ভোটার তালিকা আপডেট আরও স্বচ্ছ এবং সহজ হবে বলে আশা কমিশনের।

প্রচলিত ব্যবস্থায় BLO–রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসেন। কিন্তু পরিযায়ী শ্রমিক, চাকরিজীবী, রাজ্যের বাইরে থাকা ছাত্রছাত্রী অনেকে থাকেন BLO–র নাগালের বাইরে। তাই তাদের কথা ভেবেই চালু হল অনলাইন এনুমারেশন সিস্টেম।

Advertisements

কীভাবে অনলাইনে ফর্ম জমা করবেন?

CEO অফিসিয়াল ওয়েবসাইটে যান

Mobile OTP দিয়ে Login করুন

Form Download করুন

তথ্য পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন (Aadhaar/Address proof)

Upload করে Submit চাপুন

Form submit করলে একটি Acknowledgement Number পাওয়া যাবে, যার মাধ্যমে পরবর্তী সময়ে status track করা যাবে৷