বাড়ল না জ্বালানির দাম, গত সপ্তাহ থেকে অপরিবর্তিত পেট্রোল-ডিজেল

Petrol girl

প্রতিদিন যেই জিনিষটি সবার প্রথমে আমজনতার নজর পড়ে তা হল জ্বালানীর দাম। অর্থ্যাত্ কত দাম পেট্রোল ডিজেলের। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়।

সোমবারি কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ।

   

পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। গত এক সপ্তাহ অর্থ্যাত্ ৭ জুলাই থেকে পর্যন্তস কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। রাজ্যের মধ্যে শুধুমাত্র কোচবিহারে এদিন পেট্রোলের দাম সর্বোচ্চ প্রতি লিটারে ১০৬. ০৫ টাকা। তবে গোটা রাজ্যে প্রতি লিটারে গড়ে পেট্রোলের দাম ১০৫. ৪৩। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৮ টাকা। অন্যদিকে ডিজেজের সবচেয়ে বেশি দাম নদিয়া জেলায় প্রতি লিটারে ৯৩.১৫ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন