
এবার ডিভিসি ভবন অভিযানের লক্ষ্যে পথে নামতে চলেছে বাংলাপক্ষ। একাধিক ইস্যুকে ঘিরে ডিভিসি ভবন যেতে চলেছে বাংলা পক্ষ।
বাংলা পক্ষর অভিযোগ, ডিভিসিতে বাঙালিদের হেড অফিস থেকে প্ল্যান্টে পাঠাচ্ছে, বাঙালিদের প্রোমোশন আটকাচ্ছে, বাঙালিদের চাকরিতে নিচ্ছে না। হিন্দিতে কাজে জোর দেওয়া হচ্ছে। হিন্দিতে কাজ করলে সুযোগ সুবিধা বেশি। অথচ ডিভিসির কারণে প্রতি বছর বন্যায় ভাসে বাঙালি। বাংলা থেকে ডিভিসির হেড অফিস সরানোর চক্রান্ত চলছে। সমস্ত তথ্য বাংলাপক্ষ’র হাতে আছে।
আর এরই প্রতিবাদে আগামী মঙ্গলবার বেলা ১১ টায় বাংলা পক্ষর ডিভিসি ভবন অভিযান রয়েছে। সকলকে এই অভিযানে সামিল হওয়ার আহবান জানানো হয়েছে।
বলা হয়েছে, বেলা ১১:৩০ এ ডিভিসির চেয়ারম্যান বাংলা পক্ষর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে। বাঙালির এই বঞ্চনার খবর প্রতিটা বাঙালির কাছে পৌঁছানো দরকার।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










