Sports News : বঙ্গে বড় ঘোষণা করল ফুটবল নিয়ামক সংস্থা

Sports News : বাংলার ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা। রবিবারের খবর, পশ্চিমবঙ্গে ফুটসল (Futsal) প্রসারে পদক্ষেপ নিচ্ছে আইএফএ (IFA)। কলকাতায় (Kolkata)…

Sports News : বাংলার ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা। রবিবারের খবর, পশ্চিমবঙ্গে ফুটসল (Futsal) প্রসারে পদক্ষেপ নিচ্ছে আইএফএ (IFA)। কলকাতায় (Kolkata) খোলা হবে দশটি প্রশিক্ষণ কেন্দ্র। সমগ্র দেশে ফুটসল প্রসারণের কাজ শুরু হতে চলেছে এ রাজ্য থেকে।

কলকাতা এবং শহরের নিকটে যে দশটি কেন্দ্রে ফুটসল শেখানো হবে সেগুলো – সল্টলেকের (Salt Lake) যুবভারতী স্টেডিয়ামের ১৭ নম্বর অংশ, হাওড়া, নিউআলিপুর, রাজারহাটের চিনারপার্ক, গড়িয়া, মিন্টো পার্ক, সল্টলেকের বৈশাখী, তপসিয়া, দমদম, নিউটাউন অ্যাকসন এরিয়া ৩।

‘ পেশাদার আঙ্গিকে বাংলায় ফুটসল প্রসারণের জন্য আমরা বদ্ধপরিকর ‘, জানিয়েছেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়দীপ মুখার্জী।

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার (AIFF) সহ-সভাপতি সুব্রত দত্ত বলেছেন, ‘ এতোদিন কোনও রাজ্য নিয়ামক সংস্থার তরফেই ফুটসলকে গুরুত্ব দেওয়া হয়নি। বাংলার ফুটবল সংস্থা বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। এবং আমার বিশ্বাস আগামী দিনে বাংলায় দেশকে পথ দেখাবে।’