মাসের শেষে কলকাতায় সোনার দামে বড় চমক! রবিতে কিনলেই লক্ষ্মীলাভ

November 30 Gold Price Alert: Kolkata’s 22-Carat and 24-Carat Rates
November 30 Gold Price Alert: Kolkata’s 22-Carat and 24-Carat Rates

নভেম্বরের শেষে সোনার বাজারে (Gold Price) ফের দেখা গেল উল্লেখযোগ্য পরিবর্তন। সপ্তাহান্তে সোনার দামে চড়চড়ে বৃদ্ধি লক্ষ করা গেছে। বিয়ের মরশুম সামনে রেখে এমনিতেই বাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে, তার মধ্যেই একধাক্কায় কয়েক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। নভেম্বর মাসের ৩০ তারিখ, রবিবারে দেশের বিভিন্ন মহানগরে সোনার দরে বড়সড় লাফ ধরা পড়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা ছিলই। কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় আবারও সোনার দাম বাড়ার ধারা স্পষ্ট হয়েছে। এর জেরে দেশের প্রধান শহর—কলকাতা, দিল্লি ও মুম্বই—সবকটিতেই সোনার দর উল্লেখযোগ্য হারে বেড়েছে।

   

কলকাতার বাজারে ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার দামে এক ধাক্কায় বড় বৃদ্ধি দেখা গেছে।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট বা ৯৯৯ বিশুদ্ধ সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮২০ টাকা।

এই মূল্যবৃদ্ধি শুধু যে ক্রেতাদের উপর চাপ বাড়িয়েছে তা-ই নয়, বহু পরিবার যারা বিয়ে বা অন্যান্য শুভ কাজে সোনা কেনার পরিকল্পনা করেছিল, তাদের বাজেটে বড়সড় পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বর মাস জুড়েই দামের ওঠানামা চলছিল, তবে মাসের শেষে এসে একটি স্থির ঊর্ধ্বমুখী ধারা দেখা গেল বলে মত বিশেষজ্ঞ মহলের।

রাজধানী দিল্লিতেও সোনার দাম প্রায় একই হারে বেড়েছে, তবে ২২ ক্যারাটে কলকাতার তুলনায় কিছুটা বেশি মূল্য দেখা গেছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯৭০ টাকা। দিল্লির জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধির সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়েছে। উৎসব-পরবর্তী সময়েও সোনার দামে স্থিরতা না থাকায় অনেক ক্রেতাই এখনই কেনা স্থগিত রাখছেন। তবে যাঁদের জরুরি প্রয়োজন, তাঁদের এই উচ্চ দামে সোনা কিনতেই হচ্ছে। দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ের সোনার বাজারেও একই প্রবণতা।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার টাকা।

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৮২০ টাকা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন