নভেম্বরেও শীত নয়, ফের বৃষ্টি আনছে নতুন নিম্নচাপ

tamil-nadu-heavy-rain-alert-bay-of-bengal

কলকাতা: নভেম্বরের শুরুতেও কলকাতা (Kolkata weather forecast) ও দক্ষিণবঙ্গবাসীর শীতের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও নিম্নচাপের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের আমেজ পাওয়া যাবে না। বরং রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাই বেশি।

Advertisements

গত ১৫ বছরে এত উষ্ণ অক্টোবর দেখেনি কলকাতা। ২০২১-২২ সালে অক্টোবরের শেষে যেখানে রাতের তাপমাত্রা নেমেছিল ১৮-১৯ ডিগ্রিতে, সেখানে এবার গোটা মাসই কেটেছে বৃষ্টিতে। নভেম্বরেও পরিস্থিতি তেমনই। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, শীতের দেখা মিলবে না অন্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে।

   

আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে। বৃষ্টি কমবে, আকাশ থাকবে কিছুটা পরিষ্কার। সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। তবে বুধবার ও বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে, বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৬৯ মিলিমিটার, মালদহে ১২০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ১০৩ মিলিমিটার ও বাগডোগরায় ৯২ মিলিমিটার। এর ফলে বেশ কয়েকটি এলাকায় জল জমে বিপর্যস্ত জনজীবন। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় সতর্ক প্রশাসন।

Advertisements

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯০ শতাংশের মধ্যে। দুপুর পর্যন্ত বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিকেলের দিকে কিছুটা রোদ দেখা যেতে পারে। সোমবার থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া ও শুষ্ক পরিবেশের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ এখন নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব আংশিকভাবে পড়বে বলে জানাচ্ছে মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সিস্টেমটি দুর্বল হবে। তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে, যা আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি আনতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রাতের তাপমাত্রা কমবে না এখনই। নভেম্বরের প্রথম ভাগ জুড়েই চলবে অনিয়মিত বৃষ্টি ও মেঘলা আকাশ। ফলে কলকাতায় ঠান্ডার আমেজের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্তই।