কলকাতা: দীপাবলিতে (Diwali) ওড়ানো যাবে না আকাশ প্রদীপ! কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারি চালানো হবে। এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা।
দীপাবলির সময় অনেকেই আকাশ প্রদীপ জালান। কিন্তু সেই প্রদীপ গুলো নীচে পড়ে অনেকসময়ই অগ্নিকান্ড ঘটে। শুধু তাই নয়, দীপাবলির সময় বিমান চলাচলেও বাধার সৃষ্টি করে আকাশ প্রদীপ। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ায় আকাশ প্রদীপ জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। বিমান চলাচলের সম্ভাব্য বিপদের কথা উল্লেখ করে কালী পুজো এবং দীপাবলির সময় আকাশ প্রদীপ এবং লেজার আলো জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের একগুচ্ছ নিষেধাজ্ঞা
আকাশ প্রদীপ, লেজার লাইট ছাড়াও শব্দবাজি, উচ্চ ডেসিবল সম্পন্ন ডিজে সঙ্গীত এবং অতিরিক্ত আলোকসজ্জার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে প্রায় ৩৫০০ কালই পুজো হওয়ার কথা রয়েছে। আগামী ২১ থেকে ২৩ অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সবুজ বাজিতে ‘সবুজ সংকেত’
তবে কলকাতা বাসীর দীপাবলির আনন্দে ভাঁটা ফেলতে চায়নি কলকাতা পুলিশ (Kolkata Police)। পরিবেশ বান্ধব পদ্ধতিতে আলোর উৎসবে মাততে পারবে শহর কলকাতা। সবুজ বাজি (Green Firecrackers) বিক্রি এবং পোড়ানয় ছাড় দেওয়া হয়েছে। নিয়ম সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা নিশ্চিত করতে বাজি বাজার পর্যবেক্ষণ করেছে কলকাতা পুলিশ।