HomeWest BengalKolkata CityAbhishek Banerjee: ইডি হানা চলছে, অভিষেক বললেন স্বামীজীর বাড়িতে রাজনৈতিক কথা নয়

Abhishek Banerjee: ইডি হানা চলছে, অভিষেক বললেন স্বামীজীর বাড়িতে রাজনৈতিক কথা নয়

- Advertisement -

এ মুহূর্তে সিমলা স্ট্রিটে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন। স্বামীজীর ১৬১ তম জন্মতিথি বিভিন্ন মানুষ ভিড় করেছেন সিমলা স্ট্রিটে স্বামীজীর বাড়িতে। স্বামীজীর বাড়ির সামনে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিমলা স্ট্রিটের দায়িত্বে থাকা সন্ন্যাসীদের সাথে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই স্বামীজীর জন্ম তিথিতে সিমলা স্ট্রিটের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ বছরও তার অন্যথা হয়নি।

সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ নিয়েছি যাতে আগামী দিন বঙ্গবাসীর খুব ভালো কাটে। তার মতাদর্শকে পাথেয় করে প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে পারি সেই কারণেই আজকে আমার আসা। আজকে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলব না। আমি কোনদিন স্বামীজি বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোন রাজনৈতিক কথাবার্তাও বলি নাও প্রশ্নের উত্তর দিই না কারণ এটা অশোভনীয়। কেউ যদি এখানে এসে রাজনৈতিক কথাবার্তা বলে এটা তার রুচি ও শিক্ষার পরিচয়। এই মাটিতে দাঁড়িয়েই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথাবার্তা বলা কখনোই শোভনীয় নয়।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular