TET: প্রতিবছর নিয়োগে স্বচ্ছতার দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির

TET_job

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল (Goutam Paul) প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির (TET) দায়িত্বে এসেছেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল আশ্বাস দেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে।

তিনি বলেন কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব। একইসঙ্গে নিয়গ ক্ষেত্রে থাকবে স্বচ্ছতা। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে।

   

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগে এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্তবর্তী সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছিলেন রত্না বাগচী। একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু তথ্য মিলেছে।

এরই মধ্যে স্বচ্ছ নিয়োগের স্বার্থে বারবার সওয়াল করেছে সরকার। সম্প্রতি টেট পাস চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই রাজ্য সরকারের তরফে স্বচ্ছতার স্বার্থে খোলনলচে বদলে ফেলা হল পর্ষদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন