Loksabha election 2024: উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে কমিশনে নিশীথ প্রামাণিক

nisith pramanik-udoyon guha

লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন শুরু হতে বাকি আর দু’দিন। তার আগেই নির্বাচন কমিশনের দারস্থ হলেন নিশীথ প্রামাণিক। তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ভোটের দিন উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বিজেপির টিকিটে ফের দিনহাটা কেন্দ্রের প্রার্থী।অপর দিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহের সঙ্গে নিশীথ প্রামাণিকের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কিছুদিন আগে প্রচারের সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে তারপর থেকেই একে অন্যের সম্পর্কে অভিযোগ করে আসছিল। তবে বুধবার নিশীথ প্রামাণিকে সরাসরি কমিশনের কাছে লিখিত অনুরোধ পাঠালেন যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Advertisements

নিশীথের আরও অভিযোগ, উদয়ন গুন্ডামির পাণ্ডা, তাঁর ওপর দু’বার হামলা করিয়েছেন। গোটা বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন নিশীথ। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছেও নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, নিশীথ তাঁর আবেদন উল্লেখ করেছেন, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। এমনকি ৩০২ ধারায় খুনের মামলাও রয়েছে।

   
Advertisements

বুধবার সকালেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী নিজের বাসভবনে বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন। তারপরই তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানান। অন্যদিকে উদয়ন গুহ এই বিষয়ে জানান, “উপায় নেই। ওরা পাগল হয়ে গিয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার নির্বাচন কমিশনের কাছে আবদার রয়েছে।” নির্বাচনের দু’দিন আগে কি কমিশন এই আবেদনের জবাবে সাড়া দেয় , সেটাই এখন দেখার।