HomeBharatNarendra Modi:বিজেপি ক্ষমতায় আসার পরে ইডির কার্যক্ষমতা বেড়েছে বলে দাবি মোদীর

Narendra Modi:বিজেপি ক্ষমতায় আসার পরে ইডির কার্যক্ষমতা বেড়েছে বলে দাবি মোদীর

- Advertisement -

লোকসভা ভোটের মুখে যখন বিরোধী শিবির কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিষয়ে সরব হয়েছে ঠিক সেই সময় নরেন্দ্র মোদীর মুখে কেন্দ্রীয় এজেন্সির বাহবা শোনা গেল। মাননীয় প্রধানমন্ত্রীর দাবি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সি কাজে বেশী তৎপর হয়েছে। ২০১৪ সালের আগে কেন্দ্রীয় এজেন্সি যে পরিমাণ কাজ করত ২০১৪ সালের পর সেই কাজের খতিয়ান বহুগুণ বেড়ে গিয়েছে বলে দাবি করলেন মোদী।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন যে ২০১৪ সালের আগে কেন্দ্রীয় সংস্থা ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ আইনে ১৮০০ কম মামলা দায়ের করেছিল। সেখানেই এনডিএ ক্ষমতায় আসার পর ৫০০০ বেশি মামলা দায়ের হয়েছে। ২০১৪ সালের আগে যেখানে ইডি মাত্র ৮বার তল্লাশি চালিয়েছিল, সেখানেই ২০১৪ সালের পর ৭০০০-রও বেশি বার তল্লাশি চালিয়েছে ইডি।মোদী বলেন, “এটাই ইডির দক্ষতা বাড়ার প্রমাণ।”

   

যদিও বিরোধী শিবির কেন্দ্রীয় এজেন্সির বিষয়ে বহুবার সরব হয়েছে। ইদানীংকালে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও ইডির হাতে আটক হয়ে জেলে রয়েছেন। বাংলার দুই মন্ত্রীও জেলে রয়েছেন। এছাড়াও ইডি এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন তল্লাশি চালিয়েছে। অনেক প্রভাবশালী এখন ইডির জালে। শুধু ইডি নয়, সিবিআই, এনআইএ-এর মতো কেন্দ্রীয় সংস্থাও বেশ সক্রিয় রয়েছে ভোটের মুখে। সাক্ষাৎকারে মোদী আরও বলেন যে প্রধানমন্ত্রী মোদী বলেন যে সরকারের উচিত তদন্তকারী সংস্থাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তাদের কাজকে প্রভাবিত করা উচিত নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular