ছুটির রবিবারে বিরাট সিদ্ধান্ত নিল নন্দন কর্তৃপক্ষ!

nandan decide to close on sunday

ধেয়ে আসছে রেমাল! লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দিকে দিকে জরুরী ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে। এই অবস্থায় ছুটির রবিবারে বিরাট সিদ্ধান্ত নিল নন্দন কর্তৃপক্ষ। ছুটির দিনে কোথায় একটু খোশমেজাজে সিনেমা দেখতে যাবেন, সেখানে বাঁধ সাধল ভয়াবহ ঘূর্ণিঝড়। জানা গিয়েছে সূত্রের খবর, তুমুল ঝড়-বৃষ্টির শঙ্কায় দর্শকদের সুরক্ষার কথা বিবেচনা করে রবিবার নন্দনের সমস্ত শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত নন্দন-১ ও নন্দন-২ মিলিয়ে তিনটি করে মোট ছ’টি ছবি চলছে। তালিকায় রয়েছে ‘আলাপ’, ‘দাবাড়ু’, ‘নয়ন রহস্য’, ‘এটা আমাদের গল্প’, ‘তাহাদের কথা’ ও ‘মির্জা’। সবগুলি সিনেমারই অগ্রিম বুকিংও রয়েছে কম-বেশি। কিন্তু এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই কারণে পরবর্তীতে বাড়তি শো দেওয়ার কথা ভাবছে না নন্দন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শিয়ালদহ ও হাওড়া দুই স্টেশন থেকেই বাতিল হয়েছে প্রচুর ট্রেন। বিপদ এড়াতে বন্ধ রাখা হচ্ছে গঙ্গার বুকে ফেরি সার্ভিসও। কলকাতা বিমানবন্দরও অপারেশন বন্ধ রাখছে ২১ ঘণ্টার জন্য।

   

হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে, দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন