Wednesday, November 26, 2025
HomeWest BengalKolkata Cityশিয়ালদহ থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন বিশদে

শিয়ালদহ থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন বিশদে

চলতি সপ্তাহে ফের বাতিল হচ্ছে বহু ট্রেন। সিগন্যাল সিস্টেমের রক্ষনাবেক্ষণের কাজ চলবে থার্ড লাইনে। তাই শিয়ালদহ থেকে শান্তিপুর, নৈহাটির একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার ও রবিবার।

Advertisements

কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টে ৪৫ পর্যন্ত সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে কল্যাণীতে।

   

শনিবার শিয়ালদহ থেকে বাতিল থাকছে আপ ০৩১৩৯। ১৬ তারিখ বাতিল থাকছে ৩১৫১১। রবিবার শান্তিপুর থেকে বাতিল থাকছে ৩১৫১২ ডাউন লোকাল। ওই দিনই নৈহাটি থেকে বাতিল থাকছে 31191 ডাউন লোকাল।

শনিবার 03198 লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত আসবে। পাশাপাশি রবিবার 31312 কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে ছাড়বে।

Advertisements

পাশাপাশি 03172 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার স্পেশাল ও 31811 শিয়ালদহ – কৃষ্ণনগর প্যাসেঞ্জারের টাইমিংও কিছুটা পরিবর্তন হচ্ছে।
নৈহাটি ও ব্যান্ডেল থেকে 37557, 37558 লোকাল বাতিল থাকছে।

13106 বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস, 13136 জয়নগর – কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস, 13156 সীতামারহি – কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেনের যাত্রপথের বদল ঘটানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments