Advertisements

Ration Scam: সাংবাদিকদের ধাক্কা, ED দফতরে মেজাজ হারালেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে

সিজিও কমপ্লেক্সে এসে কার্যত মেজাজ হারালেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। রীতিমতন সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে গাড়িতে উঠে যান মন্ত্রীকন্যা। গোয়েন্দা সূত্রের খবর, আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই এ দিন ইডি দফতরে আসেন প্রিয়দর্শিনী।দশ মিনিট ছিলেন তিনি ED দফতরে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা প্রশ্ন করতেই এমন কাণ্ড ঘটান তিনি।

Advertisements

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে প্রিয়দর্শিনী মল্লিকের কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেইসব নথি নিয়েই রবিবার সকালে ইডির দফতরে পৌঁছন তিনি। তবে সংশ্লিষ্ট ইডির আধিকারিক না থাকায় সামান্য সময়ের মধ্যেই গাড়িতে উঠে বেরিয়ে যান। গাড়িতে ওঠার সময় কী কারণে আজ সিজিও-তে এসেছেন তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে। সাংবাদিকদের রীতিমত ধাক্কা দিয়েই সটান গাড়িতে উঠে পড়েন।

প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর তাঁর স্ত্রী এবং মেয়ের আয়ের ওপরও নজর রয়েছে তদন্তকারীদের। শুধু তাই নয়, তদন্তে নেমে ইডির আধিকারিকরা জানতে পেরেছিল, ২০১৬ সালে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা ঢোকে। এই প্রসঙ্গে প্রিয়দর্শিনী জানান, তিনি এই টাকা টিউশন পড়িয়ে আয় করেছেন। এই গোটা বিষয়ে ধোয়াঁশা কাটাতেই ইডির তরফে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল।

Advertisements
Advertisements