HomeWest BengalKolkata CityBangla Pokkho: বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায় গায়েব!

Bangla Pokkho: বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায় গায়েব!

- Advertisement -

বাঙালির দাবি এবং বাংলার অধিকার নিয়ে সরব হন। ফেসবুকে ঝড় তোলেন। পথে নেমেও প্রতিবাদ করেন। সেই গর্গ চট্টোপাধ্যায়ের খোঁজ নেই। বাংলাপক্ষর (Bangla Pokkho) সাধারণ সম্পাদকের দেখা নেই ফেসবুকে। যিনি কয়েক ঘণ্টা পরপর পোস্ট করেন। সেই গর্গ চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল আর দেখা যাচ্ছে না। রিপোর্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে, গর্গ চট্টোপাধ্যায়ের প্রোফাইল ১৮০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

ফেসবুক বন্ধ হলেও এক্স হ্যান্ডলে সক্রিয় গর্গ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, “খবরের কাগজে প্রকাশিত একটি কিডনি দান সংক্রান্ত বিজ্ঞাপন পোস্ট করেছিলাম। তারপর থেকে আমার প্রোফাইল সাসপেন্ড। হয়তো চিরতরে প্রোফাইলটি উড়ে যাবে।” রিভিও করতে দিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন আইএসআইয়ের অধ্যাপক।

   

প্রিয় প্রোফাইল ফিরে পেতে শুভানুধ্যায়ীদের সাহায্য চেয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বাংলাপক্ষর সদস্যরা এ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। সুর চড়িয়েছেন ফেসবুকের দেওয়ালে। চিরাচরিতভাবে তাঁদের টার্গেট একই আছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular