Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityKolkata to London: কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালাতে বৈঠক নবান্নে

Kolkata to London: কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালাতে বৈঠক নবান্নে

কলকাতা (Kolkata) থেকে একেবারে সোজা যেতে চান লন্ডনে (London)। মাঝখানে নিতে চান না কোনও বিরতি, সেররমই উদ্যোগই নিচ্ছে রাজ্য সরকার (West Bengal State Government)। এ বিষয়ে বৈঠক হলো নবান্নে।

Advertisements

কলকাতা থেকে লন্ডন বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনে কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী।

Advertisements

এসব পরিকল্পনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী আলোচনায় বসেছিলেন বেশ কয়েকটি উড়ান সংস্থার সঙ্গে। বিমান চালানোর জন্য রাজ্যের তরফে দেওয়া প্রস্তাব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

যদিও ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে লন্ডনের উড়ান দিত তবে সরাসরি নয়। এবার সরাসরি লন্ডন পর্যন্ত সরাসরি উড়ান চলানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পের জন্য রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময়ই বিনিয়োগ আনতে গেলে পরিকাঠামো ও যোগাযোগের বিষয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ হলে সেখানকার শিল্পপতিদের আসতে সুবিধা হবে। তাই লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিতে কলকাতা থেকে সরাসরি বিমান চালানোর পক্ষে সওয়াল করেছিলেন।

অন্যদিকে দার্জিলিংয়ের বাগডোগরা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে সরাসরি বিমান চালানো যায় কি না, তা নিয়েও উড়ান সংস্থাগুলির সঙ্গে আলোচনা হয়েছে। বাগডোগরা থেকে বিমান চলাচল বাড়ানো নিয়ে রাজ্যের এই উদ্যোগের কারণ পর্যটন শিল্প। কলকাতা বিমানবন্দরে কার্গো ব্যবস্থা বাড়ানোর জন্যও উড়ান সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেছে রাজ্য।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments