HomeWest BengalKolkata CityRam Mandir: ২২ জানুয়ারির প্রস্তুতি তুঙ্গে, সব জেলার পুলিশ সুপারদের নিয়ে জরুরি...

Ram Mandir: ২২ জানুয়ারির প্রস্তুতি তুঙ্গে, সব জেলার পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক

- Advertisement -

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক বিজেপি শাসিত রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে পঠন পাঠন। আগামী ২২ জানুয়ারি দেশে হাফ ডে ছুটিও ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় রয়েছে তৃণমূল কংগ্রেসের ‘সংহতি যাত্রা’। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে অংশ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সব জেলাতেও ওদিন কর্মসূচি রয়েছে তৃণমূলের।

   

এরই মাঝে শুক্রবার শুক্রবার সব জেলার পুলিশ সুপারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই সতর্কতাগুলো মাথায় রেখেই সব জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবারের পুলিশের বৈঠক থেকে।

জানা যাচ্ছে, ২২ জানুয়ারি কলকাতায় তৃণমূল কংগ্রেসের বড় মিছিল রয়েছে। তবে বিরোধীরা কোথায় মিছিল বা অনুষ্ঠান করবেন তার কোনও অনুমতি চাওয়া হয়নি পুলিশের কাছ থেকে। তাই ওই দিন জেলায় জেলায় খোঁজ নিতে বলা হয়েছে, কারা কী করতে চলেছে। খোঁজ নিয়ে সেই মতো ব্যবস্থা করতে বলা হয়েছে। কড়া নজর দিতে বলা হয়েছে যাতে কোথাও দু-তরফের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সোমবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন গোটা দেশে ‘অকাল দীপাবলি’ পালনের ডাক দিয়েছেন। বাংলাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ জানুয়ারির আগে তাই বাড়তি সতর্ক পুলিশ প্রশাসনও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular