যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, কলকাতার যাত্রীরা রক্ষা পেলেন

Girish Park Turns Turbulent After Discovery of Pilot Trainee’s Body
Girish Park Turns Turbulent After Discovery of Pilot Trainee’s Body

রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর (Indigo’s) একটি বিমান। এই বিমানটি রাঁচি থেকে কলকাতা আসছিল। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল।

বিমানটি রাঁচি থেকে উড়ানের সঙ্গে সঙ্গেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ হয়ে যায়। বিকট শব্দ হতে থাকে। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটি বিরসা মুন্ডা বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

   

পাইলটের তৎপরতার কারণে ইন্ডিগোর কলকাতাগামী বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলে মনে করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে। পাইলট সময়মতো বিমানটি ফিরিয়ে আনার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন