HomeWest BengalKolkata CityKolkata: চাকরির দাবিতে বিশাল মিছিল থেকে মমতা সরকারকে ধুয়ো

Kolkata: চাকরির দাবিতে বিশাল মিছিল থেকে মমতা সরকারকে ধুয়ো

- Advertisement -

নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। একদিকে কাশফুল এদিকে শাঁখ- কাঁসর বাজিয়ে মিছিল। সামনেই পুজো, পুজোর আগেই এখনও বঞ্চিত রয়েছে চাকরিপ্রার্থীরা। বৃষ্টি মাথায় নিয়ে পুজোর আগে প্রতিবাদে রাস্তায় মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। পুজোর আগে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি।‌

প্রতিবাদ কর্মসূচির এক চাকরিপ্রার্থীর কথায়, তারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। আমাদের ‌২৩ শে আগস্ট প্যানেল বেরিয়েছে। কিন্তু আমাদের কাউন্সিলিং এর অর্ডার বেরোয়নি। চেয়ারম্যান আমাদের জানিয়েছে মামলা নিষ্পত্তি হলে কাউন্সিলিং এর অর্ডার বেরোবে। কিন্তু মামলা নিষ্পত্তির জন্য মামলা মেনশন করতে হবে, কমিশন সেটা করতে যাচ্ছে না। আজ যাওয়ার কথা ছিল, যায়নি।

   

তাদের দাবি, ২০১৪ সাল থেকে তারা বসে থাকলেও নিয়োগ করা হয়নি। ঢাক বাজিয়ে তারা প্রতিবাদ করছেন, তার কারণ সামনেই পুজো। সেই মরশুমে চাকরি পাননি তারা। ধুনুচি জ্বেলেও প্রতিবাদ করেন তিনি। লাল পাড় সাদা শাড়ি, পুজো পুজো ভাব, তবে জীবনে আলো নেই। এবছরেও পরিবার ছাড়া পুজো কাটাতে হবে তাদের। রাজপথে বসে পুজো কাটাতে হবে তাদের। তারা বলছে আর কবে ঘুম ভাঙবে এই সরকারের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular