রবিবার বিকেলে ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায় (Kolkata)। আগুন লাগল ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি কারখানায়। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।
Advertisements
এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি দমকল কর্মীরা। এদিকে কারখানার পাশে থাকা একটি গ্যারেজ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, শিয়ালদা থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দাহ্য পদার্থের কারণে আগুন আরও ভয়াবহ রূপ ধারন করছে বলে জানিয়েছে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৭টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন আরও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কারখানার টিনের শেড।