মমতার নির্দেশ-টাস্কফোর্সের অভিযান-কড়া হুঁশিয়ারি, আদৌ কমল বাজারদর?

People are worried about the price of vegetables
Vegetable Prices Soar in Kolkata Due to Heavy Rainfall: Consumers Struggling"

বাজারে প্রতি সপ্তাহেই বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম (Market Price) বাড়ছে। বিপরীতে যেটুকু দাম কমছে, তা নগণ্য। এই যেমন গত এক সপ্তাহে বাজারে নতুন করে সবজির দাম বেড়েছে। এর সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ, করলাসহ কয়েক ধরনের সবজির দাম। বিপরীতে হাতে গোনা দু-চারটি পণ্যের দাম (Market Price) সামান্য কমেছে। কলকাতার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বেগুন ৭০-৮০ টাকা কিলো, কাঁকরোল ৪০ টাকা কিলো, সিম প্রতি কিলো ৩০ টাকা, বরবটি ৩০ টাকা কিলো, ধনেপাতা ১০০ টাকা কিলো, পেঁয়াজ প্রতি কিলো ৪০-৪৫ টাকা, আদা ১৩০-১৫০ টাকা। কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, জ্যোতি আলু ২৫-২৮ টাকা প্রতি কিলো, চন্দ্রমুখী আলু ৩০-৩২ টাকা কিলো, পেঁপে ১৮-২০ টাকা কিলো, টমেটো প্রতি কিলো ৫০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৩০ টাকা, পটল ৩৫ টাকা কিলো, মটরশুঁটি ১০০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো।

   

লোকসভা ভোটের মাঝপথে কেঁদেছিলেন, মানিকতলা জিতিয়ে ‘চাণক্য’ সেই কুণালই

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৯০-২০০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ২৫০-২৬০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা, রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৭০-১৯০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ২২০-২৭০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২৭০- ২৮০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩৫০-৩৮০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন