HomeWest BengalKolkata Cityস্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় বিশেষ নিরাপত্তা! এই রাস্তায় বন্ধ থাকবে যানচলাচল

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় বিশেষ নিরাপত্তা! এই রাস্তায় বন্ধ থাকবে যানচলাচল

- Advertisement -

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতা জুড়ে বাড়ানো হল নিরাপত্তা। কলকাতাকে নিরাপত্তার (Kolkata road closed) চাদরে মুড়ে ফেলা হল। আগামী ১৫ অগস্টের জন্য রেড রোডে অতিরিক্ত দেড় হাজার পুলিশ বাড়ানো হয়েছে।

প্রমাণ লোপাটে মারাত্মক ‘কাজ’! রে-রে করে উঠল আন্দোলনকারীরা, উত্তাল আরজি কর

   

কলকাতা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার শহর নজরদারিতে থাকছে অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ। ১০০টি পয়েন্টে নাকা চেকিং চলবে। শুধু রেড রোডেই ১৩টি জোন রয়েছে। তার মধ্যে ৮৬টি সেক্টর থাকছে। সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৭ জন অফিসার দায়িত্বে থাকবেন। ট্রাফিকের দায়িত্বে থাকবেন দুজন অফিসার। এছাড়া ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইন্সপেক্টর থাকছেন রেড রোড এবং পার্শ্বস্থ চত্বরে।‘স্যান্ড ব্যাগ’ মোর্চা চারটি, ১১টি ‘স্যান্ড ব্যাগ’ বাঙ্কার, ৬টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে।

কেন প্রথমেই ‘অস্বাভাবিক মৃত্যু’? ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরিতে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি!

এখানেই শেষ নয় বুধবার রাত ১০টা থেকেই ধর্মতলা ডাউন র‌্যাম্প বন্ধ থাকবে। রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। যেমন খিদিরপুর রোডের উত্তর অংশ অর্থাৎ, ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। লাভার্স লেনের দিকে যাওয়া গাড়ি শুধুমাত্র পশ্চিম দিকে যেতে পারবে। মেয়ো রোড সকাল থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনুমতিপ্রাপ্ত বিশেষ স্টিকার লাগানো গাড়ি এ ক্ষেত্রে ব্যতিক্রম।

‘রাত দখল’ অভিযানে যেতে পারছেন না? প্রতিবাদের বিকল্প উপায় জানালেন স্বস্তিকা

এছাড়াও আরও জানা গিয়েছে হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, আরআর অ্যাভিনিউ যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। কেপি রোড, লাভারস লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো, ডাফরিন রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে বন্ধ থাকবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular