
নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে ব্যাপক রদবদল ঘটানো হল। প্রাথমিক পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় মানিক ভট্টাচার্যকে।
মানিকের জায়গায় সভাপতি হলেন গৌতম পাল। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। এছাড়া সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। এদিকে সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাঢক কমিটি। নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে খবর। রয়েছেন ডঃ স্বাতী গুহও।
উল্লেখ্য, সম্প্রতি নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে তাঁর আবেদনে আমল দেয়নি আদালতের ডিভিশন বেঞ্চ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










