HomeWest BengalKolkata Cityআবারও নির্বাচনে জিতে গেলেন মমতা

আবারও নির্বাচনে জিতে গেলেন মমতা

- Advertisement -

আবারও জিতে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে জিতে গেলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ৪ বছর পর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়। এদিন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমায় সমর্থনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। তৃণমূলকে আরও মজবুত করুন। অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় এসেছে দল। কংগ্রেস যতদিন লড়েছে উত্তরপ্রদেশকে ভিত্তি করে, অন্যদিকে গুজরাটকে ভিত্তি করে উঠেছে বিজেপি।’

   

এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ৪ বছর পর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়। এদিন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমায় সমর্থনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় এসেছে দল। কংগ্রেস যতদিন লড়েছে উত্তরপ্রদেশকে ভিত্তি করে, অন্যদিকে গুজরাটকে ভিত্তি করে উঠেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ভিত্তি হল বাংলা’।

মমতা আরও বলেন, ‘বিজেপিকে দেশ থেকে হঠানোর জন্য তৃণমূলকে আরও মজবুত করুন। তৃণমূল এখন জাতীয় দল। মার্চ অবধি সাংগঠনিক নির্বাচন করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতেই সাংগঠনিক নির্বাচন করে দিলাম। উত্তরপ্রদেশ থেকেও ডেলিগেট এসেছেন। ত্রিপুরা থেকে সুবল ভৌমিক, অসমের সুস্মিতা এসেছেন। এসেছেন হরিয়ানার অশোক তোমর। আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। তৃণমূল কথায় নয় কাজে বিশ্বাসী।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular