দিল্লিতে পা রেখেই ‘রুদ্রমূর্তি’ ধারণ করবেন মমতা! সাংসদদের উদ্দেশ্যে দিতে পারেন বার্তা

শুক্রবার বিকেলে দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন মমতা। দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের…

শুক্রবার বিকেলে দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন মমতা। দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দেবেন। আগামীকাল শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা।

Advertisements

বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র, সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ

Advertisements

তবে সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। জানা গিয়েছে ঘাসফুলের সংসদীয় বৈঠকে দিতে পারেন কঠিন ‘পাঠ’। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঘর গোছাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে জিতে আসা সাংসদেরকে উত্তরবঙ্গের হারানো জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ দায়িত্ব দিতে পারেন। সংসদের অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়েও দিক নির্দেশ করতে পারেন তিনি। নিজের সংসদীয় এলাকায় জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, প্রয়োজনে ব্লক সভাপতিদের সঙ্গে সংযোগ রেখে জনসংযোগ ও সংগঠনের কাজ করতে হবে এইরকম কথাও তিনি বলতে পারেন।

প্যারিস অলিম্পিক 2024, কখন এবং কোথায়? বাড়ি থেকে বিনামূল্যে লাইভ অলিম্পিক অনুষ্ঠান দেখুন

আরও জানা গিয়েছে যে, সংসদীয় অধিবেশনে যোগ দিতেই হবে। নিজের এলাকার মানুষের প্রশ্ন তুলতে হবে সংসদে। কেন্দ্র কীভাবে বঞ্চনা করেছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এলাকায় জানাতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লোকসভায় সাফল্য পেয়েছে দল। কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হতে হবে সংসদে। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি। রাজ্য দিয়েছে তা প্রচারে জোর দিতে হবে। যতটা সম্ভব মানুষের চাহিদা, প্রয়োজন বুঝে ইস্যু ভিত্তিক লড়াই চালাতে হবে। আরও জানা গিয়েছে যে জগদীশ বসুনিয়া, প্রকাশ চিক বরাইকের বিশেষ দায়িত্ব হতে পারে। কারণ দু’জনেই উত্তরবঙ্গ থেকে সাংসদ। সেই কারণে উত্তরের হারানো জমি ফেরত পেতে বেশি সময় দিতে হবে।