পঞ্চায়েত ভোটে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোট পর্ব চলাকালীন সময় থেকে গণনা পর্বকালীন পর্যন্ত নন্দীগ্রামের যে সকল তৃণমূল কর্মীরা আহত হয়েছিলেন তাদের এসএসকেএম হাসপাতালে দেখতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Advertisements…

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

পঞ্চায়েত ভোট পর্ব চলাকালীন সময় থেকে গণনা পর্বকালীন পর্যন্ত নন্দীগ্রামের যে সকল তৃণমূল কর্মীরা আহত হয়েছিলেন তাদের এসএসকেএম হাসপাতালে দেখতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

হাসপাতালে এসে তিনি আহতদের আশ্বাস দিয়ে বলেন, ” তোমরা ভয় পেয়ো না। আমি কিছু দিন পরে নন্দীগ্রামে যাবো”।

Advertisements

একের পর এক আহত কর্মীদের কাছে তিনি যান এবং পাশে থাকার আশ্বাস দেন। এর সঙ্গেই আহতদের সরকারি তরফে অর্থ সাহায্য দান করেন।

তিনি জানিয়েছেন যে, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের ৩-৪ দিনের মধ্যে টাকা দেওয়া হবে। এর সঙ্গেই যারা পঞ্চায়েত ভোট সন্ত্রাসে নিহত হয়েছে তাদের পরিবারের একজনকে দ্রুত চাকরি দেওয়া হবে।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির মহামিছিলকে নিশানা করে বলেন, ” যাদের আর কোন কাজ নেই শুধু কুৎসা রটানো, আর হিংসা রটানো। শুধু বিভেদ ছড়াও, মানুষে মানুষে ভাগাভাগি করো আর মানুষের রক্ত নেও বিজেপির একটাই কাজ। সেইজন্য আগামী দিন মনে রাখবেন মানুষই বদলা নেবে”।