যদি কেউ বলে বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে, মমতার নিশানায় শাহ

বাংলায় না যাওয়াই ভাল, গেলে খুন হয়ে যেতে পারেন। সংসদে দাঁড়িয়ে একথা খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল। সেই অমিত শাহ দুই দিনের বঙ্গ সফরে এসেছেন। তাই নেতাজী ইণ্ডোর স্টেডিয়াম থেকে তাঁকে আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যদি কেউ বলে বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে।

Advertisements

বিজেপি কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ১১ বছরে যা করেছি তা কোনও রাজ্যে কেউ করতে পারবে না। ক্ষমতা থাকলে আমার মুখোমুখি হোন। আমি মুখোমুখি হতে রাজি। আমাকে ভয় দেখিয়ে কিছু করাতে পারবেন না।

Advertisements

একইসঙ্গে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে মমতা বলেন, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। কেউ দোষ করলে তাঁকেও আমরা ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। আর কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে পকেট কাটার কাজ করছে।

কিছুমাস আগে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেন, বাংলায় কেউ যাবেন না। ওখানে গেলে যে কেউ যখন তখন খুন হয়ে যেতে পারেন । অথচ দুই দিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন অমিত শাহ।