HomeWest BengalKolkata Cityলোকসভা ভোট মিটতেই পাখির চোখ ২০২৬! জেলা সফর শুরু তৃণমূল সুপ্রিমোর

লোকসভা ভোট মিটতেই পাখির চোখ ২০২৬! জেলা সফর শুরু তৃণমূল সুপ্রিমোর

- Advertisement -

লোকসভা ভোট মিটতেই ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী অগস্ট মাস থেকে তিনি জেলা সফর শুরু করছেন। প্রথমেই তিনি ঝাড়গ্রাম দিয়ে তাঁর জেলা সফর শুরু করবেন। অগস্টরের দ্বিতীয় সপ্তাহে সেখানে দুদিনের জন্য যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ আগস্ট আদিবাসী দিবস। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার। জেলা সূত্রে খবর, আদিবাসী দিবস উদযাপনের জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন।

বুধবারই ফের চেনা ছন্দে টলিপাড়া, কোন সূত্রে রফা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

   

তৃণমূল সূত্রে খবর, বুধবার ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বরে জেলা তৃণমূলের সভা ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতিসভায় থাকবেন জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা। প্রশাসনের এক সূত্র মারফত জানা গিয়েছে, অন্যান্য বছরের মত এবারও ৮ অগস্ট বিকালে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন। পরদিন ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?

প্রসঙ্গত জেলা সফরে মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। শুধু তাই নয়, তিনি খোলাখুলি প্রশাসনের কর্মকর্তাদের বকুনিও দেন। রাজনৈতিক মহলের মত যে এইবার আগেভাগে ২০২৬-এর বিধানসভা ভোটকে মাথায় রেখেই এখন থেকে গুটি সাজাচ্ছে তৃণমূল। শোনা গিয়েছে দলীর স্তরের উঁচু থেকে নিচুতলার কর্মীদের কাজের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষণের মতে, এখন থেকে চুপিসারে গুটি সাজানোর কাজ করছে ঘাসফুল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular