Home West Bengal Kolkata City মহালয়ায় শুভেন্দু-দিলীপের নামে তর্পণ করে বিতর্কে মদন

মহালয়ায় শুভেন্দু-দিলীপের নামে তর্পণ করে বিতর্কে মদন

মহালয়া মৃত আত্মীয়দের আত্মার শান্তির জন্য গঙ্গায় হিন্দু রীতি পালন চলছে। কলকাতা ও হাওড়ায় গঙ্গার দুই পারে চলছে তর্পণ। রীতিনীতির তর্পণ করছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে মৃতদের জন্য নয়। জীবিত দুই ব্যক্তির জন্য ! তাঁর তর্পণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম ছিল!

Advertisements

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীদের গলায় মালা পরিয়ে তর্পন করলেন কামারহাটির বিধায়ক। যা নিয়ে বেড়েছে উত্তাপ।
মদন মিত্র বলেন, বিজেপির রাজনৈতিক অপমৃত্যু হচ্ছে। পরে তর্পণ করার লোকও পাওয়া যাবে না। তাই আমি তর্পণ করে গেলাম।

   

তিনি বলেন, আজ আমরা মা দুর্গার আহ্বান করতে এসেছি। তর্পন করতে এসেছি পিতৃপুরুষের। পুলিশকে ডেকে, আইপিএস, আইএএস অফিসারদের চমকে, কেন্দ্রীয় সরকারের ভয় দেখিয়ে, এই ভাবে কখনও কোনও ক্ষমতা দখল করা যায় না। রাজ্যে কোনও বিশৃঙ্খলা নেই।

বিজেপির নামে তর্পন করে গঙ্গার পাশে রাখা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীদের ছবিতে মালাও দিলেন মদন মিত্র।

Advertisements