HomeWest BengalKolkata CityMadan Mitra: নিজের স্টাইলেই সোশ্যাল মিডিয়া ছাড়লেন এম এম

Madan Mitra: নিজের স্টাইলেই সোশ্যাল মিডিয়া ছাড়লেন এম এম

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। ফেসবুক লাইভ হোক, কিংবা কোনও ভিডিও মুহূর্তেই শেয়ার আর লাইকে ছেয়ে যায়। সেই সোশ্যাল মিডিয়াকেই এবার বিদায় জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

বৃহস্পতিবার এ কথা নিজেই জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে বিদায়বেলা তেও নিজের স্টাইলেই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, বেশী ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ। দলের নির্দেশেই আপাতত সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাচ্ছেন সকলের ‘এম এম’।

   

সাময়িক ভাবেই এই বিরতি নিচ্ছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকটিভ থাকবেন না তিনি। সব ঠিক থাকলে ১ জুলাই থেকেই আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে তাঁকে। কি কারণে এমন সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়।

তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের ‘ঠাণ্ডা লড়াই’য়ে গা ভাসিয়েছিলেন এম এল এ মদন। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় দলের শৃঙ্খলা বজায় রাখতে সকলকে বাইরে মুখ না খোলার নির্দেশ দেন। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে বিতর্কে জড়ান মদন মিত্র। সেসময়েও তাঁকে ফের সাবধান করা হয়। কিন্তু তারপরই ফেসবুক লাইভে আসার কথা ঘোষণা করেন তিনি। লাইভে এসে দলের হয়ে একত্রে কাজ করার বার্তা দিয়ে সকলকেই চমকে দেন তিনি। তবে এদিন তাঁর নির্দেশ মেনে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা ফের জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular