Manik Bhattacharya : মানিক পুত্রের বিদেশ পালানো আটকাতে জারি লুক আউট নোটিশ

Look out notice issued Enforcement Directorate to prevent Manik Bhattacharya son

নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা পর্ষদের অপসারিত সভাপতি তৃ়ণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)। এবার বিধায়কের পুত্র সৌভিকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম লুক আউট নোটিশ জারি করা হলো।

ইডি সূত্রে খবর, মানিক পুত্র সৌভিক যাতে না রাজ্যের বাইরে যেতে পারে সেকারণেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে। শৌভিকের ছবি সমেত চার্জশিটের কপিও পাঠানো হয়েছে সব বিমান বন্দরে। সীমান্তবর্তী এলাকাগুলির থানায় দেওয়া হয়েছে নোটিসের প্রতিলিপি।

   

ইডির দাবি, দুর্নীতির টাকা মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছিল। তাই এই মামলায় অন্যতম অভিযুক্ত সৌভিক। কোনভাবেই সে যাতে দেশের বাইরে না যেতে পারে সেকারণেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। আগাম জামিনের আবেদন জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সৌভিক।

রাজ্যজুড়ে বেসরকারি ডিএলএড কলেজের সংখ্যা ৫৯৬ টি। সেই কলেজগুলিকে সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে পরচুর পরিমাণে টাকা তুলেছেন মানিক ভট্টাচার্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন