loksabha election2024:লোকসভার আগে পঞ্চায়েত দখল তৃণমূলের

TMC

 

লোকসভার আগেই আবারও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল। কারন গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে বোর্ড গঠন করেছিল রামধনু জোট। কংগ্রেস, বিজেপি ও সিপিএমের প্রধান, পঞ্চায়েত সদস্যরা একে একে ঘাসফুলে যোগ দিতেই পঞ্চায়েতটি রামধনু জোটের হাতছাড়া হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতে। তবে লোকসভার আগে পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে সেখানে তৃণমূলের ক্ষমতার বৃদ্ধি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

   

এই পঞ্চায়েতের মোট ২৮ টি আসন রয়েছে। তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সেখান থেকে ৯টি আসন দখল করে।সাথে কংগ্রেস ৬টি, সিপিএম ৫টি এবং বিজেপি ৪টি আসন দখল করে। এছাড়া নির্দলরা জয়ী হয় ৪টি আসনে। ফলে বাম, কংগ্রেস, বিজেপি এবং নির্দল মিলে মহাজোট গঠন করে। এতে মহাজোটের মোট সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় ১৯ জন।অন্যদিকে, তৃণমূলের মোট সদস্য ছিল ৯ জন। ফলে স্বাভাবিকভাবেই সেখানে বোর্ড গঠন করেছিল রামধনু মহাজোট।

তাতে প্রধান করা হয়েছিল সিপিএমের সদস্যকে। তবে এবার দেখা গেল অন্য দৃশ্য লোকসভা ভোট এগিয়ে আসতেই একে একে তৃণমূলে যোগ দিতে থাকেন মহাজোটের সদস্যরা। প্রধান, উপ প্রধান সহ বিরোধী অন্যান্যরা ও যোগ দিতে থাকে তৃণমূলে । ফলে চলতি মাসের প্রথম দিকে তৃণমূলের ব্লক সভানেত্রী মর্জিনা খাতুনের বাড়িতে গিয়ে তারা তৃণমূলের পতাকা তুলে নেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন