Sandeshkhali: রাত আড়াইটের সময়ে পুলিশ ঘরে ঢুকে বলছে যেতে হবে, হাড়হিম করা অভিযোগ সন্দেশখালিতে

Sandeshkhali Police Station

পুলিশি অভিযোগের কথা উঠতেই একের পর এক হাড়হিম করা ঘটনা সামনে আসতে শুরু করল। সন্দেশখালিতে নির্যাতিত মহিলাদের ওপর পুলিশি হুমকির কথা এইদিন সামনে আসতেই গর্জে উঠেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রাতের বেলা পুলিশ বাড়ি ঢুকে মহিলাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলারাদের পুলিশ ঘুষ দিচ্ছে বলেও জানা যায়। অভিযোগ তুলে নিতেও দেওয়া হচ্ছে চাপ।

বুধবার সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি হাইকোর্টের নির্দেশে নির্যাতনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেখানে কেন পৃথক মামলা রুজু করে ধরপাকড় সন্দেশখালি থানার? কেন আদালতের নির্দেশ মতো সন্দেশখালিতে নেই সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি দাবি করেন, সিসি ক্যামেরা থাকলে পুলিশের ভূমিকা ধরা পড়ে যাবে। সেই কারণেই আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলছেন তিনি।

   

প্রিয়াঙ্কা অভিযোগ তুলেন, ” নির্যাতিতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করছে পুলিশ। এক নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য ৩৫ লক্ষ‌ টাকা পর্যন্তও পুলিশ অফার করছে। ভাবুন! সব আদালতে জানাব।” এখানেই শেষ নয়, এক মহিলা অভিযোগ করেন, ” রাত আড়াইটের সময়ে পুলিশ ঘরে ঢুকছে। বলছে তোমাকে যেতে হবে। বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘরের দরজার একটা তালা ভেঙে ঢুকেছে। পুলিশ কেন আমাদের ওপর গিয়ে অত্যাচার করছে!”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন