HomeWest BengalKolkata CitySSC Scam: 'রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতির মধ্যমণি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি' বামফ্রন্টের

SSC Scam: ‘রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতির মধ্যমণি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’ বামফ্রন্টের

- Advertisement -

এসএসসি দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সে চলছে ম্যারাথন জেরা। পার্থর পরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ৷ যাঁর ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে৷ ফলে স্বাভাবিকভাবেই মন্ত্রীর গ্রেফতারিতে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন ধর্মতলায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। বুধবার বিক্ষোভরত চাকরি প্রার্থীদের মঞ্চে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ধর্নামঞ্চ থেকে বামেদের দাবি, রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতির মধ্যমণি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।দুর্নীতিবাজদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা চাকরিপ্রার্থীদের ধর্ণামঞ্চ অভিমুখে বামফ্রন্টের ডাকে মিছিল।

   

সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি৷ তাঁরই এক ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা। মন্ত্রীর বাড়ি থেকে মিলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক নথি৷ উদ্ধার হয়েছে শিক্ষা দফতরের খামে মোড়া টাকাও। কোথা থেকে এল এত টাকা? পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সম্পত্তি, সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলছে প্রতি ঘন্টায়।

যারা উপেক্ষিত, যারা বঞ্চিত, যারা প্রতিনিয়ত নিজেদের অধিকারের দাবি করছে, তাঁদেরকে নিয়ে শব্দ খরচের অবকাশ সত্যিই কম। অথচ তিন দফায় ৫০০ দিন ধরে আন্দোলন করে চলেছেন তাঁরা৷ মহামারির ভয়াবহতা তাদেরকে ছুঁতে পারেনি। শহরে জ্বালাপোড়া গরমের থেকে বেশি উত্তাপ তাঁদের আন্দোলনে। বৃষ্টির জল আন্দোলন মঞ্চে ভরে গেলেও ভেসে যায়নি আন্দোলন৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular