Laxmiratan Shukla: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা 

Laxmiratan Shukla

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla)৷  সিএবি’র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাকা দেবাশীষ গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত৷ জানা গিয়েছে, কদিন ধরে তাঁর জ্বর ছিল। তাই করোনা পরীক্ষা করান। এতেই ধরা পড়ে, তিনি কোভিড আক্রান্ত। এরপরই নিজেকে নিভৃতাবাসে সরিয়ে নেন। তবে এই মুহূর্তে লক্ষ্মীরতনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে চিকিৎসকদের মত। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন।

সূত্রের খবর, সোমবার রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ থাকায় বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা।

   

প্রসঙ্গত, ক্রিসমাসের পরই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) করোনা আক্রান্ত হন। দিনতিনেক হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত জুলাই মাসে লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোভিডের কোপ পড়েছিল। আক্রান্ত হয়েছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। এরপরই গোটা পরিবার হোম কোয়ারেন্টাইনে (Quarantine) চলে যায়। পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু লক্ষ্মীরতনের রিপোর্ট নেগেটিভ ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন