Kunal Ghosh:কোর্টের রায়ের পর কুণাল ঘোষের ‘যোগ্য প্রার্থীদের’ নিয়ে সওয়াল

সোমবার কলকাতা হাইকোর্ট বেনজির রায় দিল এসএসসি দুর্নীতি নিয়ে। বাতিল করা হয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি। শুধু তাই নয় তাঁদের ফেরত দিতে হবে বেতন।…

Kunal Ghosh

সোমবার কলকাতা হাইকোর্ট বেনজির রায় দিল এসএসসি দুর্নীতি নিয়ে। বাতিল করা হয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি। শুধু তাই নয় তাঁদের ফেরত দিতে হবে বেতন। সেই বেতন তাঁদের ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে। এই রায় ঘোষণার পরেই সরব হলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা সমাজ মাধ্যমে লেখেন, “যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক। দোষীরা শাস্তি পাক।
কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়।”

Advertisements

এখানেই শেষ নয় তিনি আরও লেখেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তরিক সদিচ্ছা নিয়ে তাদের চাকরির চেষ্টা করেছে। কিছু অন্যায়কে প্রাধান্য দিতে গিয়ে যেন যোগ্যদের অনিশ্চয়তায় ফেলে না দেওয়া হয়। এদের স্বার্থে যা চেষ্টা দরকার, সরকার করেছে। এদের অবিলম্বে চাকরি দরকার।

Advertisements


আশা করি আদালতের রায়ে এই চাকরির জট খুলতে সরকারের চেষ্টা মান্যতা পাবে।” প্রসঙ্গত তিনি মাসখানেক আগেও বলেছিলেন যে সরকার চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী নিয়োগ সম্ভব হয়। তাঁর কথায়, “আমরা আশাবাদী, আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যা সরকার চাইছে, যে শূন্য পদ সরকার তৈরি করেছে, তাঁরা সে কাজটা পাবেন।”

শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছরদুয়েক যাবৎ তুমুল আলোড়ন চলছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হারও এক অবস্থা। এই রায় কি রাজ্য সরকারকে আরও কিছুটা ধাক্কা দিল? সেটাই এখন দেখার।