TMC: কুণালের ভোট ভবিষ্যৎ গণনায় বিরোধী দলনেতা শূন্য বিধানসভা!

suvendu wearing saffron turban people came from shobhabazar to put turban
suvendu wearing saffron turban people came from shobhabazar to put turban

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভোট ভবিষ্যৎ গণনা করলেন কুণাল ঘোষ। তার হিসেবে টানা চতুর্থবার রাজ্যে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস (TMC) ও মুখ্যমন্ত্রী থেকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কুণাল ঘোষ বলেছেন, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচন। চতুর্থবার মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত হবেন।

   

কুণাল বলেন, বিরোধী দলনেতার পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় থাকবেন। বিরোধী দলনেতার পদও থাকবে না, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কও থাকবেন না।

কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকেই জিতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা পরাজিত হন। জয়ী হন শুভেন্দু। তবে নন্দীগ্রামের ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ করেন মমতা। তিনি হারলেও তৃণমূল রাজ্য জুড়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরে মমতা কলকাতার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন