Weather: মাঘের শীতে বাঘ কাঁপছে, রাজ্যবাসীও

একদিকে যখন আসন্ন পুরভোটকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে ঠিক তখনই ঝঞ্ঝা কাটতেই ফের শহরে নামল তাপমাত্রা, মাঘের শুরুতে আবারও রাজ্যে নামল পারদ। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

এছাড়া সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ হবে। আগামী ৩ থেকে ৪ দিন এরকমই শুষ্ক আবহাওয়া পাবেন বঙ্গবাসী। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে হাওয়া অফিসের বক্তব্যে এটা বোঝা গেছে এহেন তাপমাত্রা বেশিদিন স্থায়ী হবে না, কারণ কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। যার প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাবে।

   

বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে ১৬ জানুয়ারি থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে এবং রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন