৫ দিন ইডেন সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ, জানুন বিকল্প পথ

কলকাতা: দিল্লির বিস্ফোরণের জেরে দেশজুড়ে যখন নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো, ঠিক সেই সময়েই কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। ১৪ নভেম্বর, শুক্রবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই ম্যাচ। আর এই খেলা ঘিরেই শহরজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। শুধু নিরাপত্তাই নয়, যান চলাচল, পার্কিং, পণ্যবাহী গাড়ির প্রবেশ সব ক্ষেত্রেই কড়া বিধিনিষেধ এনেছে কলকাতা পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক ব্যবস্থায় আরও বদল আনা হতে পারে।

Advertisements

ম্যাচের গুরুত্ব ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইডেন গার্ডেন্সকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াত, প্র্যাকটিস সেশন এবং ম্যাচ চলাকালীন প্রতিটি ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্টেডিয়াম ও আশপাশের এলাকা ৩ স্তরের নিরাপত্তায় থাকছে।

   

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি এবং ড্রোন নজরদারি, কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড টহল, ভিআইপি করিডরে বিশেষ কমান্ডো নিরাপত্তা, প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর চেকিং ম্যাচের পাঁচদিনই এই একই স্তরের নিরাপত্তা বজায় থাকবে।

ম্যাচের দিনগুলোতে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়দান ও ইডেন সংলগ্ন এলাকায় পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকছে। তবে মালবাহী যান চলাচলের জন্য বিকল্প পথ খোলা রাখছে পুলিশ।

মালবাহী যান চলাচলের জন্য খোলা থাকবে পোস্ট অফিস মার্কেট – সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড – বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া। সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি। 

Advertisements

যাঁদের হাইকোর্টে যাওয়ার প্রয়োজন, তাঁদের জন্য নির্দিষ্ট করা হয়েছে এসপ্ল্যানেড রো ওয়েস্ট। এই পথ ব্যবহার করেই যাতায়াত করতে হবে। পাশাপাশি জানানো হয়েছে, ম্যাচের ৫ দিন রাস্তায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে গাড়ি টো করা হবে, এমনকি জরিমানাও করা হতে পারে।

বাস ও ছোট গাড়ির জন্য বিকল্প রুট – দক্ষিণ কলকাতা – বিবাদী বাগ (বাস/মিনিবাস), রানি রাসমণি অ্যাভিনিউ – গভর্নমেন্ট প্লেস ইস্ট – ওল্ড কোর্ট হাউস স্ট্রিট – বিবাদী বাগ – জেএল নেহেরু রোড। উত্তর কলকাতা – বিবাদী বাগ (বাস/মিনিবাস), সেন্ট্রাল অ্যাভিনিউ – গণেশচন্দ্র অ্যাভিনিউ – ম্যাঙ্গো লেন,  বিবাদী বাগ – এসএন ব্যানার্জি রোড – রানি রাসমণি অ্যাভিনিউ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দর্শকের ভিড়, নিরাপত্তা এবং মাঠের পরিস্থিতি বিবেচনা করে রুট বা নিষেধাজ্ঞায় মুহূর্তে পরিবর্তন আনা হতে পারে। তাই শহরবাসীকে নিত্যযাত্রার আগে ট্রাফিক আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।ো