শহরের নিরাপত্তা বাড়াতে কলকাতার বহু জায়গায় বসানো হয়েছে সিসিটিভি। আরও ৫০০০টি সিসিটিভি বসানো হবে কলকাতায়। জানা গিয়েছে, শহরের বিভিন্ন অলিতে গলিতে সিসিটিভিগুলো বসানো হবে।
Advertisements
নির্ভয়া প্রকল্পের অধীনে শহরের ছোট বড় রাস্তার বেশিরভাগেই সিসিটিভি রয়েছে। এবার অলি গলিতেও বসানো হবে সিসিটিভি। এর ফলে শহরের নিরাপত্তা আরও মজবুত হবে। এই সমস্ত সিসিটিভি নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সপ্তাহের শেষের দিকে এবিষয়ে থানাগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যেখানে মানুষের ভিড় থাকে সেই সমস্ত জায়গায় এই সিসিটিভি বসানো হবে বলে জানা গিয়েছে।
Advertisements
এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, জনবহুল জায়গা যেমন বাজার বা রাস্তার মোড় এবং অপরাধ প্রবণ এলাকায় সিসিটিভি বসানো হবে। শহরে বর্তমানে প্রায় ২৭ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে।



