বর্ষাকালে কলকাতায় নেই কোনও বৃষ্টি, রয়েছে শ্রেফ অস্বস্তিকর গরম

Indian girl suffering from heat stroke

বাংলায় বর্ষা প্রবেশ করলেও কলকাতায় বৃষ্টির কোনও দেখা নেই। কিছুদিন টানা বৃষ্টি কলকাতাবাসী উপভোগ করলেও, আর সেভাবে বৃষ্টির দেখা মিলছেনা কলকাতায়। বৃষ্টি উধাও হওয়ার পরই কলকাতাই গরম অনুভব করছেন শহরবাসী। তবে কি বৃষ্টি গায়েব? কী বলছে হাওয়া অফিস?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শোনালেও, কলকাতা নিয়ে কোনও স্বস্তির খবর দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টের দেখাই মিলছেনা। হাওয়া মোরগ জানাচ্ছে, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, আবার অপরদিকে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।

   

তবে আজ রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ হাল্কা মেঘাচ্ছন্ন। দিন গড়ালে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে এবং তাতেই বাড়বে অস্বস্তি। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন