HomeWest BengalKolkata CityKolkata Police: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল কলকাতা পুলিশ, দিল জরুরি নম্বর

Kolkata Police: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল কলকাতা পুলিশ, দিল জরুরি নম্বর

- Advertisement -

আজ থেকে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। আর এবারের মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে এই মাধ্যমিক পরীক্ষা নিয়েই অভিভাবকদের কাছে বড় আবেদনও রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আজ শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার জন্য কলকাতা পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল। পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ, যাতায়াতের পথে যে কোনও রকম সমস্যায় পড়লে ১০০ ডায়াল করুন। আমরা পাশে আছি সবসময়। পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল আন্তরিক।

   

মধ্যশিক্ষা পর্ষদের তরফে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন রাখা হয়েছে। যে আবেদনে বলা হয়েছে মোবাইল পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলে পরীক্ষা বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তাই নিষিদ্ধ কোনও বস্তু বা মোবাইল ফোন যাতে কোনও পরীক্ষার্থী না নিয়ে আসতে পারে, তার জন্য অভিভাবকরা সচেতনভাবে ব্যবস্থা নিন। পরীক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকার জন্য এমনই খোলা চিঠি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির।

আরও বলা হয়েছে, শুধুমাত্র মোবাইল ফোন নয়, নিষিদ্ধ কোনও বস্তু পরীক্ষাকেন্দ্রে নিয়ে এলেই পর্ষদ এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সময়সূচি বদল করেছে। খোলা চিঠিতে সেটাও জানানো হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular