HomeWest BengalKolkata Cityঅফিস টাইমে মেট্রোতে যান্ত্রিক ত্রুটি, বন্ধ পরিষেবা

অফিস টাইমে মেট্রোতে যান্ত্রিক ত্রুটি, বন্ধ পরিষেবা

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের দিনের শুরুটা হয়েছে একেবারেই অস্বস্তিকর। সকাল ৯টা নাগাদ অফিস টাইমে মেট্রো পরিষেবা হঠাৎই বিঘ্নিত হয়। বেলগাছিয়া স্টেশনের কাছে একটি মেট্রো (Kolkata Metro) ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। এর ফলে আপ ও ডাউন লাইনে (Kolkata Metro)  পরিষেবা দীর্ঘক্ষণ ব্যাহত থাকে। ব্যস্ত সময়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ এবং ভোগান্তি দেখা যায়।

সূত্রের খবর অনুযায়ী, মেট্রো লাইনের (Kolkata Metro)  যান্ত্রিক ত্রুটির কারণেই বেলগাছিয়া স্টেশনের কাছে একটি ট্রেন আটকে যায়। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে ট্রেনটি (Kolkata Metro) সেখানে দাঁড়িয়ে থাকে। এ ঘটনার ফলে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে চলাচল করা মেট্রো পরিষেবায় বিশৃঙ্খলা তৈরি হয়।

   

অফিস টাইমে মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েন অফিস যাত্রীরা। অনেকেই সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের একটি বড় অংশ বিকল্প পরিবহণ ব্যবস্থার জন্য স্টেশনের বাইরে বেরিয়ে যান। তবে বিকল্প পরিবহণও যথেষ্ট না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যাত্রীরা অভিযোগ করেন, সকালে এমন সময় মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়া একেবারেই অগ্রহণযোগ্য।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণ শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা আংশিকভাবে চালু হয়েছে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।

সম্প্রতি অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এতে যাত্রীদের মধ্যে মেট্রোর উপর নির্ভরতা কমছে এবং মেট্রো কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠছে। যাত্রীদের অভিযোগ, মেট্রো পরিষেবায় ত্রুটি ক্রমশ বেড়ে চললেও সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে না।

যাত্রীদের দাবি, মেট্রো কর্তৃপক্ষ যেন দ্রুত ত্রুটির কারণ চিহ্নিত করে তা স্থায়ীভাবে সমাধান করে। এছাড়া, যাত্রী সুরক্ষা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে আরও উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন। বিশেষত অফিস টাইমে এমন কোনো সমস্যা যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি।

মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আজ কলকাতা শহরের বেশিরভাগ মানুষকেই সমস্যার মুখে পড়তে হয়েছে। বেলগাছিয়ায় ঘটে যাওয়া এই ঘটনা শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি নয়, বরং পরিষেবার গুণগত মানের উপর একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকর ব্যবস্থা না নেয়, তবে যাত্রীদের আস্থা হারানোর সম্ভাবনা আরও বেড়ে যাবে। অফিস টাইমের মতো গুরুত্বপূর্ণ সময়ে মেট্রো পরিষেবার অবিচ্ছিন্নতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন, যাতে কলকাতা শহরের মানুষ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে পারেন।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular