HomeWest BengalKolkata CityKolkata: এসএফআইয়ের বিধানসভা অভিযানে অনুমতি দিল না লালবাজার

Kolkata: এসএফআইয়ের বিধানসভা অভিযানে অনুমতি দিল না লালবাজার

পুলিশের তরফে জানানো হয়েছে পরীক্ষার কারণে ছাত্রছাত্রীদের যাতায়তে অসুবিধা হবে। শহরের একাধিক প্রান্তে যানজট হতে পারে৷ সেই কথা ভেবে অনুমতি দেওয়া হয়নি। তবে মিছিল করতে অনড় এসএফআই৷

- Advertisement -

রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই (SFI )। কিন্তু এদিনের মিছিলের জন্য অনুমতি দিল না লালবাজার (Kolkata-Lalbazar) ৷ জানা গিয়েছে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষার কারণে অনুমতি দেওয়া হয়নি৷

পুলিশের তরফে জানানো হয়েছে পরীক্ষার কারণে ছাত্রছাত্রীদের যাতায়তে অসুবিধা হবে। শহরের একাধিক প্রান্তে যানজট হতে পারে৷ সেই কথা ভেবে অনুমতি দেওয়া হয়নি। তবে মিছিল করতে অনড় এসএফআই৷ পুলিশ সূত্রে খবর, মিছিল আটকাতে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে গার্ডরেল বসানো হবে। যে পথে মিছিল যাওয়ার কথা, সেখানেই আটকাবে পুলিশ।

   

হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে জোড়া মিছিলের ডাক দিয়েছে এসএফআই। সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড ক্রসিংয়ে দু’টি মিছিল মিশবে। তারপর তার অভিমুখ হবে ধর্মতলা হয়ে বিধানসভার দিকে। বিধানসভায় গিয়ে সুষ্ঠুভাবে তারা শিক্ষামন্ত্রী ও স্পিকারকে স্মারকলিপি দিতে চান তাঁরা।

এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, তিন দফা দাবি নিয়ে তাঁদের অভিযান। প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে তাঁরা। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবে এসএফআই।

এদিন পুলিশের অনুমতি না মেলায় সৃজন আরও বলেন, বিধানসভার অধিবেশনের দিন কমিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাই আমরা নিয়ম মেনে আগে থেকে অধ্যক্ষকে জানিয়ে দেখা করতে যাচ্ছি৷ আসলে আমরা ৩৬৫ দিন ছাত্রদের পাশে থাকি৷ তাই আমরা সবথেকে ভালো বুঝব কোথায় অসুবিধা হবে৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular