HomeWest BengalKolkata Cityদুর্গাপুজোতে কোটি কোটি অনুদানে বাধা নেই, স্বস্তিতে মমতা সরকার

দুর্গাপুজোতে কোটি কোটি অনুদানে বাধা নেই, স্বস্তিতে মমতা সরকার

- Advertisement -

নবান্ন অভিযানে বিরোধী দল (BJP) বিজেপি। মিছিল শুরুর আগেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা খবর পেলেন হাইকোর্টের গ্রহণ করলনা দুর্গা পুজো (Durga Puja) উপলক্ষে রাজ্য সরকারের বিপুল অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। স্বস্তিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সরকার।

রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে পুজো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে মমতার সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু পুজোয় রাজ্য সরকারের অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে অনুদান দিতে কোনও বাধা নেই।

   

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন ওঠে এত টাকা আসবে কোথা থেকে। হাইকোর্টে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

মামলাকারীদের বক্তব্য ছিল, যেখানে সরকারি কর্মচারিদের ডিএ বাকি রয়েছে। সেখানে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া কতটা ঠিক। হলফনামায় দিয়ে রাজ্য জানায়, সরকারি কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতাই নেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular