কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে নিরাপত্তা পরীক্ষা, আড়াই দিন বন্ধ থাকতে পারে পরিষেবা

Kolkata-east-west-metro

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা আগামী আড়াই দিন বন্ধ থাকতে পারে। ফলে ভোগান্তির শিকার হতে পারে সাধারণ যাত্রীরা। কলকাতা মেট্রো সূত্রে খবর, ৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ১০ মার্চ সোমবার সকাল ৭টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা। তবে ৮ মার্চ সোমবার সকাল ৮টা থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

Advertisements

এছাড়া এই বন্ধের কারণ হিসেবে জানা যাচ্ছে যে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে নতুনভাবে তৈরি বউবাজার অংশে নিরাপত্তা পর্যালোচনা চলছে। যেখানে মেট্রোর নতুন আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হয়েছে। সেই অংশে নিরাপত্তা পরীক্ষা করতে আসছে ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। এই নিরাপত্তা পর্যালোচনা কাজ দুই দিন আড়াই দিন পর্যন্ত চলবে।

   

এই সময়ে গ্রিন লাইন ১ (এসপ্ল্যানেড-হাওড়া ময়দান) এবং গ্রিন লাইন ২ (শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ) রুটে কোনো মেট্রো চলাচল করবে না। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের শেষ মেট্রো ছাড়বে। এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটের শেষ মেট্রো ছাড়বে ৭টা ৩ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনেও শেষ মেট্রো রওনা দেবে ৭টা ৫ মিনিটে।

মেট্রো পরিষেবা পুনরায় চালু হবে সোমবার সকালে যেখানে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের প্রথম মেট্রো সকাল ৮টায় এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটের প্রথম মেট্রো সকাল সাড়ে ৮টায় ছাড়বে।
কিন্তু কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। তবে যাত্রীদেরকে মেট্রো পরিষেবা বন্ধ থাকার সময় অন্য যানবাহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

এই মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মেট্রো কর্তৃপক্ষের মতে নতুন রুটে কোনও ধরনের বিপদ বা দুর্ঘটনা এড়াতে এই নিরাপত্তা পর্যালোচনা জরুরি। দীর্ঘমেয়াদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপটি গ্রহণ করা হচ্ছে।

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনের এই সাময়িক বন্ধ, শহরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও, যাত্রীদের জন্য কিছুটা অসুবিধা সৃষ্টি করবে। তবে কর্তৃপক্ষের এই উদ্যোগ যাত্রীদের জন্য আরও নিরাপদ এবং কার্যকর মেট্রো পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে।