HomeWest BengalKolkata Cityউৎসবের ঝলমলে আলোর পিছনে অন্ধকারে ঢাকা রিজুদের জীবন

উৎসবের ঝলমলে আলোর পিছনে অন্ধকারে ঢাকা রিজুদের জীবন

- Advertisement -

দূর্গাপুজো (Durga Puja 2025) মানেই শহর জুড়ে আনন্দ, উল্লাস, আর আলোর ঝলকানি (Festival Joy)। কিন্তু সেই উজ্জ্বলতার মাঝেও কোথাও কোথাও ফুটে ওঠে এক টুকরো বাস্তবের রূঢ় চিত্র (Bengali Festival)। এরকমই একটুকরো ছবি ধরা পড়ল হাতিবাগানের (Kolkata) ষ্টার থিয়েটার মোড়ে, প্যান্ডেল হপিংয়ের (Pandal Hopping) মাঝে।

মাত্র ৯-১০ বছরের একটি ছেলে, নাম রিজু। পরনে ধুলোমাখা হাফ প্যান্ট, গায়ে একটুখানি বড়ো হয়ে যাওয়া টি-শার্ট। মুখে না থাকলেও চোখে মিশে থাকা এক অপূর্ব দৃঢ়তা। সে প্রতিটি দর্শনার্থীর দিকে এগিয়ে গিয়ে বলছে, “আমায় ১০০ টাকা দেবে?” শুনে প্রথমে কেউ কেউ বিরক্ত, কেউ অবাক, কেউ করুণা করে এড়িয়ে যাচ্ছে। কিন্তু কেন দরকার টাকার? প্রশ্ন করতেই খুলে যায় তার ছোট্ট জীবনের কঠিন কাহিনি।।

   

কেন টাকার দরকার? প্রশ্ন করতেই রিজু কাঁদো কাঁদো মুখে বলে, “আমার একটা জামা হয়েছে, বোনের দুটো। যদি কিছু টাকা পাই, বেলুন কিনে বিক্রি করব। সেই টাকায় মায়ের জন্য একটা শাড়ি কিনব।” চোখের কোণ মুছে হাসতে চায় সে। কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে এক অব্যক্ত আর্তি।

রিজুর বাবা নেই, কয়েক বছর আগেই গত হয়েছেন। মা লোকের বাড়িতে কাজ করেন। রিজু বলে, “একটা শাড়ি পেয়েছে মা, যেখান থেকে কাজের বাড়ির দিদি দিয়েছে। আর একটা পেয়েছে, কয়েকদিন আগে এক জায়গায় শাড়ি বিলি করছিল, সেখান থেকে।” বলার ভঙ্গিমায় নেই অভাবের ক্লান্তি , বরং ছিল এক অদ্ভুত সাহস।

যে বয়সে অন্যরা খেলনা বন্দুক, চকোলেট বা ফুচকার খোঁজে মেতে থাকে। সেখানে রিজু নিজের হাতে মায়ের জন্য উপহার কেনার স্বপ্নে বিভোর। এই স্বপ্নই তাকে ভিড়ের মাঝে দাঁড় করিয়ে রেখেছে, থামতে দেয়নি অভাব। আজ আমরা উৎসবে মেতে উঠেছি সবাই। প্রাণ ঢালা উৎসবে মহনগরীর রাস্তায় জনজোয়ার। অথচ এই জনজোয়ারের মাঝেই কোথাও ভিড়ের মধ্যে লুকিয়ে আছে এই রিজুরা। যাদের উৎসব নেই, আনন্দ নেই, সামর্থও নেই। আছে খিদে শুধু পেটে নয় বুকেও। তার সাথে আছে আগুনের ফুলকি, হার না মানার লড়াই করে বেঁচে থাকার দৃঢ়তা।

Kolkata Durga Puja 2025 Feature rijus struggle amidst festival joy

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular