রোদ-মেঘের খেলাতেই সপ্তাহভর চলবে বৃষ্টি

Kolkata and West Bengal weather update on Monday

রোদ-মেঘের লুকোচুরি খেলার মধ্যেই চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে কখনও রোদ আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় হতে পারে ভারি বৃষ্টিও।

Advertisements

আর নয়! ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে এসিপিকে সরাল কলকাতা পুলিশ

   

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

কাউকে সন্দেহ হলে গুরুত্ব দিয়ে তদন্ত হবে, পড়ুয়াদের আশ্বাস সিপি বিনীত গোয়েলের

Advertisements

আর এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর পরশু বুধবার ভারি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। অন্যান্য জেলায় আপাতত ভারি বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা নেই।

সংখ্যালঘু নির্যাতন ‘গভীর উদ্বেগে’র, ঘরে-বাইরে ‘চাপে’ মুখ খুলল ইউনূস সরকার

সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।