কলকাতা বিমানবন্দরে চালু পেইড কনসিয়ার সার্ভিস, কী সুবিধা পাবেন যাত্রীরা?

Kolkata airport launches paid concierge service

কলকাতা: কলকাতা বিমানবন্দরে চালু হল পেইড কনসিয়ার্জ সার্ভিস৷ এই পরিষেবা বিশেষভাবে সহায়ক হবে সেইসব যাত্রীদের জন্য, যারা বিমানবন্দর সম্পর্কে অপরিচিত, অথবা অসুস্থ কিংবা বয়স্ক।

“মিট অ্যান্ড গ্রিট” নামে পরিচিত এই সার্ভিসটি একটি বেসরকারি সংস্থা চালু করেছে৷ এটি নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ে উদ্বোধন করা হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে যাত্রীরা পাবেন ব্যক্তিগত সহায়তা, লাগেজ হ্যান্ডলিং-এর মতো আরও অনেক সুবিধা৷ যাতে সকলের যাত্রা আরও আরামদায়ক ও নির্ঝঞ্ঝাট হতে পারে।

   

কলকাতা বিমানবন্দরের বিমানবন্দর পরিচালক ড. প্রভাত রঞ্জন বেউরিয়া এই পরিষেবা চালু করার পর বলেন, “এলিট অ্যাসিস্ট- এটি প্রিমিয়াম বিমানবন্দর কনসিয়ার্জ সার্ভিস। এবার থেকে এই পরিষবার মাধ্যমে আপনারা পাবেন লাগেজ হ্যান্ডেলিং, চেক-ইন সহায়তা, এবং সমগ্র যাত্রায় নিরবচ্ছিন্ন সহায়তা।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিসটি ব্যবহার করতে হলে যাত্রীদের ৫০০ টাকা ফি দিতে হবে৷ যাত্রীরা যদি এই সার্ভিসের মাধ্যমে সাহায্য চান, তবে তারা টার্মিনাল বিল্ডিংয়ে উপস্থিত কোম্পানির কর্মীদের কাছ থেকে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি, লাগেজ ব্যবস্থাপনার জন্য পোর্টারদের সাহায্যও পাওয়া যাবে।

এই সুবিধাটি আগমন এবং প্রস্থান উভয় ধরনের যাত্রীদের জন্যই উপলব্ধ থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন