KMC: মমতার পছন্দ ‘অ্যাক্সিডেন্টাল মেয়র’ ববি, শিলমোহরের অপেক্ষা

News Desk: শিলমোহরের অপেক্ষা। শপথ ৩১ জানুয়ারি। কলকাতা পুরনিগমের মেয়র পদেই থাকতে চলেছেন ফিরহাদ হাকিম (ববি)। মহারাষ্ট্র ভবনে বৈঠকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতে…

Firhad Hakim

News Desk: শিলমোহরের অপেক্ষা। শপথ ৩১ জানুয়ারি। কলকাতা পুরনিগমের মেয়র পদেই থাকতে চলেছেন ফিরহাদ হাকিম (ববি)। মহারাষ্ট্র ভবনে বৈঠকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতে আনুষ্ঠানিক বৈঠকের পর ঘোষণা শুধু বাকি আছে।

Advertisements

পুরনিগমের ভোটে বিপুল জয় এসেছে। লেগেছে ছাপ্পা ভোটের তকমা। তবে তৃণমূল কংগ্রেস সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। জয়ের পর ববি হাকিম যে ফের মেয়র পদে বসছেন তা স্পষ্ট হয়ে যায়। কারণ তিনি ছাড়া আর কেউই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতে নেই।

Advertisements

গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে ফিরহাদ হাকিমকে মেয়র করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর কাছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে ববি হাকিম ছাড়া আর কেউ ছিলেন না। ফলে অ্যাক্সিডেন্টাল মেয়র হিসেবে ববি আবির্ভূত হন।

তাঁকে সামনে রেখেই পুর নির্বাচন লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। তবে ববি হাকিমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সব হয়েছে।